সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:২৩ এএম
পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনটি পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায়, যেখানে একটি রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম) এর প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার্ষিকীর সমাবেশ শেষে মানুষ যখন বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পার্কিং এলাকায় বিস্ফোরণটি ঘটে। সরকারি কর্মকর্তা হামজা শফাৎ জানিয়েছেন, এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। বিএনপি-এম এর শীর্ষ নেতা সাজিদ তারিন নিশ্চিত করেছেন যে, হামলায় তাদের দলের অনেক কর্মী নিহত ও আহত হয়েছেন।
এর আগে, দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ৬ জন সেনা নিহত হয়েছেন। এই ঘটনার আগে ও পরে সেনা অভিযানে গত চার দিনে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে এএফপি জানিয়েছে। একই দিনে বেলুচিস্তানের ইরান সীমান্তে আরও একটি ঘটনা ঘটেছে, যেখানে ৫ জন মারা গেছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এবং কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
ই সিরিজ হামলার পর পাকিস্তান সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এই হামলার নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।