সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:২৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় কারচুপি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্রসংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে একটি প্রেস ব্রিফিংয়ে তিনি এই শঙ্কার কথা জানান।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সভাপতি বাকের মজুমদার বলেন, "প্রতি হলের ৩০০টি করে ভোট যদি কনভার্ট (অন্য প্রার্থীর দিকে ঘুরিয়ে দেওয়া) করতে পারে তাহলে ৫৬০০ ভোট হয়ে যায়। একজন প্রার্থীকে জিতিয়ে আনার জন্য এর চেয়ে বেশি ভোটের প্রয়োজন নেই।" তিনি ভোট গণনার সময় কেন্দ্রের ভেতরে কী হচ্ছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বাকের মজুমদার অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্রগুলোতে থাকা ছাত্রদলের এজেন্টরা সরাসরি ভোটারদের প্রভাবিত (ম্যানিপুলেট) করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, "৮টি কেন্দ্রে যারা পোলিং অফিসার হিসেবে ছিলেন তাদের বলা হয়েছে, আপনাদের কোনো কাজ নেই, চাইলে চলে যেতে পারেন, আপনাদের প্রয়োজন নেই। এ বিষয়টা হচ্ছে এমন, আপনি সম্মানের সঙ্গে চলে যান আমরা যা করার তা করব।"
এছাড়াও তিনি ভোট গণনা সম্প্রচারের জন্য ব্যবহৃত এলইডি স্ক্রিন বন্ধ রাখার অভিযোগ করেন। তিনি বলেন, কার্জন হলের সামনে ২০ মিনিটের মতো এলইডি স্ক্রিন বন্ধ ছিল এবং শামসুন্নাহার হলে এক ঘণ্টা পর এলইডি স্ক্রিন চালু হয়েছে। অনেক সাংবাদিককে ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও তিনি জানান।
আবু বাকের মজুমদার আরও অভিযোগ করেন যে, কিছু কেন্দ্রে আগে থেকেই ব্যালট পেপার পূর্ণ করা ছিল বলে তিনি খবর পেয়েছেন।