সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৪৮ এএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি মস্কোয় আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধের অবসানে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে পুতিনের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে তিনি এই ঘোষণা দেন।
পুতিন বলেন, তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা কখনো নাকচ করেননি। তবে একটি সফল বৈঠকের জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যদি সব প্রস্তুতি হয়ে থাকে, তাহলে জেলেনস্কি যেকোনো সময় মস্কোয় আসতে পারেন।
এই প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে পুতিনের এই প্রস্তাব দ্রুতই 'অগ্রহণযোগ্য' বলে নাকচ করে দিয়েছে ইউক্রেন। জেলেনস্কি বরাবরই অভিযোগ করে আসছেন যে পুতিন তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানাচ্ছেন। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিনের এই প্রস্তাবটি আসলে একটি কৌশলগত পদক্ষেপ।
পুতিন আরও বলেন, ইউক্রেন যদি কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে রাশিয়া তার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাবে। তিনি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখল করার জন্য নয়, বরং মানুষের অধিকারের জন্য লড়ছে। পুতিনের এই মন্তব্য থেকে বোঝা যায় যে, যদিও তিনি আলোচনায় বসতে প্রস্তুত, তবে রাশিয়ার মূল দাবিগুলো থেকে তারা পিছিয়ে আসবে না।