রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

চলে গেলেন মুক্তিযুদ্ধের ওহিদুর বাহিনীর অধিনায়ক ওহিদুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৫, ০২:২৫ পিএম

চলে গেলেন মুক্তিযুদ্ধের ওহিদুর বাহিনীর অধিনায়ক ওহিদুর রহমান

ছবি- সংগৃহীত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে অসংখ্য বীর মুক্তিযোদ্ধা নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন। তাদের মধ্যে অনেকে নিজ নিজ এলাকায় স্বতন্ত্র বাহিনী গঠন করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। নওগাঁ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 'ওহিদুর বাহিনী' তেমনই একটি শক্তিশালী মুক্তিযোদ্ধা দল ছিল, যার নেতৃত্বে ছিলেন ওহিদুর রহমান। তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন সফল সংগঠকও। তার মৃত্যু দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি।

মহান মুক্তিযুদ্ধের 'ওহিদুর বাহিনী'র অধিনায়ক ও মুক্তিযুদ্ধ সংগঠক ওহিদুর রহমান আর নেই। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।



 

ওহিদুর বাহিনীর একজন মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ভুলু গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ওহিদুর রহমান বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তার জানাজা আজ বাদ এশা নওগাঁর নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ওহিদুর রহমান মুক্তিযুদ্ধের সময় নওগাঁ, রাজশাহী ও তার আশেপাশের এলাকায় 'ওহিদুর বাহিনী'র নেতৃত্ব দেন। এই বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বহু সফল অভিযান পরিচালনা করে স্থানীয় মানুষের মনে আস্থা ও সাহস জুগিয়েছিল। তার মৃত্যুতে দেশের স্বাধীনতা সংগ্রামের আরেক সূর্যসন্তানকে হারাল জাতি।