মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারির আগেই হাসিনার বহু মামলার নিষ্পত্তির প্রত্যাশা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১১:২০ পিএম

ফেব্রুয়ারির আগেই হাসিনার বহু মামলার নিষ্পত্তির প্রত্যাশা

ছবি- সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এটি দেশের জাতীয় রাজনীতি ও বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ঘটনা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ শনিবার বাসস-এর সঙ্গে এক আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’ শেষে তিনি বলেন, “দেশবাসী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার দেখতে পাবে।”

চিফ প্রসিকিউটর জানান, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে’ যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত। পুলিশের বিরুদ্ধে পুলিশের মাধ্যমে তদন্ত পরিচালনা করা চ্যালেঞ্জিং ছিল। এছাড়া, অনেক আলামতও নষ্ট করে ফেলা হয়েছিল। তবে, তিনি নিশ্চিত করেন যে বিচার প্রক্রিয়া ইতোমধ্যেই অনেকটাই এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, “আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে এমনভাবে বিচার হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই।” তিনি আশা প্রকাশ করেন যে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই হবে।

উল্লেখ্য, গত বছর ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে।