জুলাই ২৪, ২০২৫, ০২:১৯ পিএম
রাজধানীর সচিবালয়ের সামনে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সেই তরুণ, যিনি হামলার সময় ‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার ফেরাব’ বলে মন্তব্য করেছিলেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে। গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার আবু সফিয়ান (২১) ও মো. শাকিল মিয়া (১৯)।

জানা গেছে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা সম্প্রতি বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনকে আসামি করে মামলা করে। আদালত আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন: