সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:১৮ পিএম
অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যান্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত একটি তালিকা হালনাগাদ করেছে। নতুন করে ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও সহযোগীদের নাম সরানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।
পরিবর্তনকৃত নামগুলোর মধ্যে রয়েছে:
-
রাজধানীর ‘শেখ হাসিনা সরণি, কুড়িল লিংক রোড, ঢাকা’-এর নতুন নাম রাখা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, কুড়িল লিংক রোড, ঢাকা’।
-
‘চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ রাখা হয়েছে।
-
‘বঙ্গবন্ধু স্কয়ার’-কে ‘আরডিএ কমপ্লেক্স, রাজশাহী’ নামকরণ করা হয়েছে।
-
‘শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক’-কে ‘আরডিএ পার্ক, রাজশাহী’ হিসেবে নতুন নাম দেওয়া হয়েছে।
-
‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’-এর নতুন নাম ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’।
-
‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়ক’-এর নাম পরিবর্তন করে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক, চট্টগ্রাম’ রাখা হয়েছে।