মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি, র‌্যাব জানাল কারণ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ১০:০৪ এএম

দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার হয়নি, র‌্যাব জানাল কারণ

ছবি- সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট-পরবর্তী গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া প্রায় দেড় হাজার অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও স্টেশন থেকে পুলিশ সদস্যদের পালিয়ে যাওয়ার সুযোগে এসব অস্ত্র লুট হয়েছিল। এখন এই অস্ত্রগুলো একাধিক হাত বদল হয়ে বিভিন্ন অপরাধী চক্রের হাতে চলে গেছে। এই কারণে অস্ত্রগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচন সামনে রেখে অনেকে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে। এ সময় এসব লুট হওয়া অস্ত্র ব্যবহার করে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিরলস অভিযান চালিয়ে যাচ্ছে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক নাজমুল্লাহেল ওয়াদুদ জানিয়েছেন, অস্ত্র উদ্ধার একটি চ্যালেঞ্জিং কাজ হলেও বর্তমান তৎপরতায় সেগুলো পুনরুদ্ধার সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারি বুনিয়া সোহেল ও চুয়া সেলিমকে বারবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

অন্যদিকে, র‍্যাব-১০ পৃথক দুটি ঘটনায় কেরানীগঞ্জে সৎ ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত পিতা আজহারুল সরদারকে এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহিরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।