মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে তা হবে বিপজ্জনক: ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১০:২১ পিএম

নির্বাচন নিয়ে বিকল্প ভাবলে তা হবে বিপজ্জনক: ড. ইউনূস

ছবি- সংগৃহীত

নির্বাচন নিয়ে কোনো ধরনের বিকল্প ভাবনা জাতির জন্য "গভীর বিপজ্জনক" হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩১ আগস্ট) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সে সময়ের মধ্যেই হবে। অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সব রাজনৈতিক দলের কাছে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজও উপস্থিত ছিলেন এবং তিনি জুলাই সনদের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আসন্ন দুর্গাপূজা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা এ সময় রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন যাতে পূজা ঘিরে কেউ কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে।

এছাড়াও, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে করা দাবির বিষয়েও প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন বলে প্রেস সচিব জানান।