শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল আসছে নির্বাচনের পর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:৪৭ পিএম

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল আসছে নির্বাচনের পর

ছবি - সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নে গঠিত পে-কমিশন প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। যদিও কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, তবে আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই নতুন বেতন কাঠামো ঘোষণা বা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। অন্তর্বর্তী সরকারের আর্থিক সংকটের কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য গঠিত পে-কমিশনের প্রথম সভা গত ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। কমিশনের কর্মপরিধি অনুযায়ী, তারা আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে। এই প্রতিবেদনে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং আর্থ-সামাজিক অবস্থা, বিশেষত মূল্যস্ফীতির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং সেখানে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, "আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা সময় পেলে ঘোষণা করে যাব। আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে।"

এদিকে, নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘভাতা প্রাপ্য হবেন। অর্থ বিভাগ এই পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছে। এতে সরকারি কর্মীদের আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করা হচ্ছে।