সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৩৭ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া পুলিশকে ভুলে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। আজ রবিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে ঘিরে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন চাই। তবে নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এর সবচেয়ে বড় অংশীদার রাজনৈতিক দল, এরপর নির্বাচন কমিশন। পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে। কোনো দলের দিকে না গিয়ে জনগণের দিকে যেতে হবে। তিনি আরও বলেন, এবার ফেয়ার রিক্রুট সম্পন্ন হয়েছে এবং তিনি যতদিন দায়িত্বে থাকবেন, পোস্টিং লটারির মাধ্যমেই হবে।
অপারেশন ডেভিল হান্ট না থাকলেও এর কার্যক্রম বন্ধ হয়নি জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। আসন্ন পূজাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে, তবে তা মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।