মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, সময় বাড়ছে না

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:২৭ এএম

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, সময় বাড়ছে না

ছবি - সংগৃহীত

২০২৬ সালের হজে গমনেচ্ছুদের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এই সময় আর বাড়ানো হবে না। তাই, যারা আগামী বছর হজে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার অধীনে হজ ২০২৬-এর প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে এবং তা ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে সচেতনতা বাড়াতে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে বিনা মূল্যে খুদেবার্তার মাধ্যমে দেশের মুসলিম নাগরিকদের কাছে এই তথ্য পৌঁছে দেওয়ার অনুরোধ করেছে। এটি নিশ্চিত করবে যে দেশের সব সম্ভাব্য হজ যাত্রী সময়সীমা সম্পর্কে অবহিত হতে পারেন।

আগামী বছর হজের প্রাথমিক নিবন্ধনের জন্য জনপ্রতি ৪ লাখ টাকা জমা দিতে হচ্ছে। হজ প্যাকেজ চূড়ান্ত হওয়ার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।