মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসুর মাধ্যমে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: ফারুকী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৩০ এএম

ডাকসুর মাধ্যমে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: ফারুকী

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট শুরুর পরপরই তিনি তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন যে, ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ 'ইলেকশনের ট্রেনে' উঠে গেল।

ফারুকী তার পোস্টে আরও উল্লেখ করেন, ডাকসু নির্বাচনের পর 'চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন'। তিনি সবাইকে 'নির্বাচন মোবারক' বলে শুভেচ্ছা জানান। এছাড়া তিনি সময়মতো কাজ না করার প্রবণতাকে জাতির একটি বড় দুর্বলতা বলেও মন্তব্য করেন।

ফারুকী তার স্ট্যাটাসে লেখেন, "যে ভোট রাতেই করে ফেলা যায়, সেটা দিন পর্যন্ত রাখা হলো কেনো? সময়ের কাজ সময়ে না করা এই জাতির বড় দূর্বলতা’।"

এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি ডাকসু নির্বাচনকে আসন্ন জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।