মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে দিল্লি বৈঠক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১১:২১ এএম

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে দিল্লি বৈঠক

ছবি - সংগৃহীত

সূত্র জানায়, ঢাকার পক্ষ থেকে জেআরসি সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো ১৯৯৬ সালের গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির নবায়ন। এই চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। ২০২৪ সালের জুন মাসে দুই দেশই চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার ঘোষণা দিয়েছিল।

অভিন্ন নদী ও অমীমাংসিত ইস্যু

বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে গঙ্গা ছাড়া আর কোনো নদীর পানি বণ্টনের চুক্তি এখনো হয়নি। তিস্তার পানি বণ্টনের বিষয়টি এখনও অমীমাংসিত। এর প্রধান কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধ।

অতীত ও বর্তমান প্রেক্ষাপট১৯৯৬ সালের চুক্তি: বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত গঙ্গার পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালে একটি ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও শেখ হাসিনা এই চুক্তিতে সই করেন।

  • ২০২৪ সালের আলোচনা: গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এই চুক্তি নবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

  • নিয়মিত বৈঠক: দুই দেশের মধ্যে প্রতি বছর দুবার গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর মার্চ মাসে দিল্লিতে একটি জেআরসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এই বৈঠকের মধ্য দিয়ে গঙ্গা চুক্তি নবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।