বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:০৩ পিএম

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক

ছবি - সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে অসাধারণ ভূমিকার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ড. ইউনূসের সঙ্গে এক ফোনালাপে তিনি এই প্রশংসা করেন।

ফোনালাপে ক্রিস্টালিনা জর্জিভা বলেন, "আপনারা যা অর্জন করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। খুব অল্প সময়ে অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি তীব্র ছিল, তখন আপনি (ড. ইউনূস) দায়িত্ব নিয়েছিলেন। আপনি ছিলেন সঠিক সময়ে সঠিক ব্যক্তি।" আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তন এবং বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করার সাহসী পদক্ষেপের বিশেষ প্রশংসা করেন।

আলোচনায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। ড. ইউনূস এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তার জন্য আইএমএফকে ধন্যবাদ জানান এবং আগামী পবিত্র রমজান মাসের আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচন শেষে তিনি তার আগের কাজে ফিরে যাবেন।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ঘরোয়া রাজস্ব বাড়ানো এবং ব্যাংকিং খাতে সাহসী সংস্কার বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, "শক্তিশালী অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক মূল্যবান মুহূর্ত।"

ড. ইউনূস জানান, তার সরকার এরইমধ্যে ব্যাংক খাতের পুনর্গঠনসহ রাজস্ব বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, "আমরা উত্তরাধিকার সূত্রে একদম ভেঙে পড়া অর্থনীতি পেয়েছি। কিছু ব্যক্তি ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।"

ফোনালাপে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার।