শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

দেশের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, জানাল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:১০ পিএম

দেশের ৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি - সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগ—রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট—ভারি বর্ষণের কবলে পড়তে পারে। সেই সঙ্গে দেশের অন্যান্য স্থানেও কমবেশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে জানানো হয়েছে যে, মৌসুমী বায়ুর অক্ষ বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৪২ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।