মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৫, ১১:০১ এএম

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

ছবি- সংগৃহীত

চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওপেন হার্ট সার্জারির ১০ দিন পর তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে সকাল ১০টায় বাসায় ফিরবেন।

সোমবার (১১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তার সফল অপারেশনের ১০ দিন পর তিনি নিজ বাসায় ফিরছেন। তার সুস্থতার জন্য যারা দোয়া করেছেন, তিনি দেশবাসীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে একটি প্রেস ব্রিফিংও করবেন।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ডা. শফিকুর রহমান মঞ্চে দুবার অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাকে প্রথমে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তেমন কিছু ধরা না পড়ায় পরদিন তিনি বাসায় ফিরে যান। পরে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করা হলে তার আর্টারিতে (ধমনি) পাঁচটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি আর্টারির ব্লক প্রায় ৮৫ শতাংশ ছিল। এর পরেই তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।