আগস্ট ১২, ২০২৫, ১২:১৫ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভোট প্রদানে বাধা এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপি ও যুবদলের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কালীগঞ্জ উপজেলার ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য মো. মফিজুর রহমান মফু এবং হায়বাতপুর মোড় এলাকার সলতে বাবু।
সোমবার (১১ আগস্ট, ২০২৫) জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই বহিষ্কারাদেশ জারি হয়। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়, গত ২৫ জুলাই শ্যামনগর পৌরসভার ওয়ার্ড বিএনপি নেতা নির্বাচনের কাউন্সিলে গণতান্ত্রিক ভোট গ্রহণ চলাকালে অভিযুক্তরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ভোটে বাধা, দলের সুনাম ক্ষুণ্ন ও সিদ্ধান্ত অমান্য করেছেন। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এদিকে, কালীগঞ্জ উপজেলার যেসব নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা হলেন—কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য মো. আব্দুল হামিদ, সাবেক সদস্য মো. লিটন, গোলাম মোস্তফা, মো. সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম তরফদার এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু।
নোটিশে উল্লেখ করা হয়, ৯ আগস্ট ধলবাড়িয়া ইউনিয়নে ওয়ার্ড বিএনপি নেতা নির্বাচনের কাউন্সিলে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারকে লাঞ্ছিত করা, ভোটে বাধা এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তারা প্রত্যক্ষভাবে জড়িত। আগামী দুদিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।