সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

নতুন সংবিধান দরকার, বললেন এনসিপি’র আখতার হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৪:৪০ পিএম

নতুন সংবিধান দরকার, বললেন এনসিপি’র আখতার হোসেন

ছবি- সংগৃহীত

দেশের চলমান পরিবর্তনকে টেকসই এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হলে নতুন করে সংবিধান রচনা করা জরুরি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।

 আখতার হোসেন বলেন, একটি ফ্যাসিবাদী সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। তিনি আরও বলেন, “যদি ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন না হয়, তাহলে সেই নির্বাচন অর্থহীন।”

এনসিপি নেতা আখতার হোসেন বলেন, জুলাই সনদের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য এবং বিকেন্দ্রীকরণের যে আশা তৈরি হয়েছিল, তার বাস্তবায়ন প্রক্রিয়া এখনো পরিষ্কার নয়। তিনি বিএনপি'র প্রতি ইঙ্গিত করে বলেন, নতুন সংবিধান ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের আপত্তি রয়েছে, যা তাদের সংস্কারের আগ্রহ নিয়ে সংশয় তৈরি করছে। আখতার হোসেন বলেন, “বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সেই প্রশ্ন রাখতে চাই।” তিনি মনে করেন, নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না।

আখতার হোসেন বলেন, শুধুমাত্র বয়সভিত্তিক টুর্নামেন্ট বা উদযাপনের মাধ্যমে নয়, বরং মৌলিক কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। তিনি বলেন, সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা এবং নারী নেতৃত্বসহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দিলে টেকসই সংস্কার সম্ভব হবে না।