সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:০২ এএম
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে স্বাগতিক বাংলাদেশ তাদের এশিয়া কাপের প্রস্তুতির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। তবে প্রথম দুই ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে কোনো ধরনের পরীক্ষানিরীক্ষা করতে রাজি হয়নি টিম ম্যানেজমেন্ট। এখন যেহেতু সিরিজ জয় নিশ্চিত, তাই শেষ ম্যাচে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে কি না, সেই প্রশ্ন উঠেছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজকে ‘প্রস্তুতি সিরিজ’ হিসেবে ধরা হলেও প্রথম দুই ম্যাচে স্কোয়াডের গভীরতা যাচাইয়ের সুযোগ নেওয়া হয়নি। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে শীর্ষ চার ব্যাটারের পর মিডল অর্ডার ব্যাট করার সুযোগ পায়নি। দ্বিতীয় ম্যাচে টস জেতার পরও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ২০০ রানের লক্ষ্য পূরণের যে পরীক্ষা, সেটা থেকে টিম ম্যানেজমেন্ট দূরে সরে গেছে।
তানজিদ হাসান তামিমও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তার এই মন্তব্য থেকে বোঝা যায়, সিরিজ জয়কেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে।
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারে। এই ম্যাচে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন সাইফ হাসান ও শেখ মাহেদি হাসান। যদি এই পরিবর্তনগুলো আনা হয়, তবে দলের সব সদস্যেরই ম্যাচ খেলার সুযোগ হবে।
আগের দুই ম্যাচে যে প্রশ্নটি সামনে এসেছে, তা হলো ২০০ রানের চ্যালেঞ্জ। যদি আজকের ম্যাচে বাংলাদেশ টস জেতে, তবে কি ব্যাটিংয়ে নেমে বড় রানের লক্ষ্য তাড়া করার সাহস দেখানো হবে? এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে নিজেদের ব্যাটিং সামর্থ্য যাচাইয়ের জন্য এটি একটি আদর্শ সুযোগ। তবে ম্যানেজমেন্ট এই চ্যালেঞ্জ নেবে কি না, তা টসের আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এই ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, সাইফউদ্দীন, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব।