বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

পাকিস্তান এখন আফগানিস্তানের চেয়ে মানসিকভাবে পিছিয়ে: রমিজ রাজা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:০৮ পিএম

পাকিস্তান এখন আফগানিস্তানের চেয়ে মানসিকভাবে পিছিয়ে: রমিজ রাজা

ছবি - সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে ১৮ রানের হারের পর পাকিস্তানের ক্রিকেট দলকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজা। তার মতে, শুধু পারফরম্যান্সে নয়, মানসিকতার দিক থেকেও পাকিস্তান দল এখন আফগানিস্তানের চেয়ে পিছিয়ে আছে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই মন্তব্য করেন।

রমিজ রাজা বলেন, "পাকিস্তান নিজেদের ভুলেই এই ম্যাচ হেরেছে। ব্যাটসম্যানরা যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ আগের ভুল থেকে শিখছে না, বরং নতুন নতুন উপায়ে আউট হচ্ছে।" তিনি আরও বলেন, শারজাহর উইকেটে রান করা খুব একটা কঠিন ছিল না, কিন্তু পাকিস্তানি ব্যাটাররা ছোট ছোট ইনিংস খেলেই দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হয়ে গেছে, যার কারণে দল জয়ের কাছাকাছিও যেতে পারেনি।

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মানসিকতার বিষয়ে রমিজ রাজা বলেন, "আফগানিস্তান এখন আর পাকিস্তানকে হারানোকে কোনো চমক হিসেবে দেখে না। তারা জানে পাকিস্তান তাদের বিপক্ষে চাপে পড়ে যায়। আমার মতে, পাকিস্তান এখন মানসিকভাবে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে।" তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে জয়ের পরিসংখ্যান প্রায় সমান (পাকিস্তান ৫, আফগানিস্তান ৪), যা দুই দলের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে দিয়েছে।

পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফের পারফরম্যান্স নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন এবং বলেন, "হারিস রউফ অনেক রান দিয়েছে, আজ তার দিন ছিল না। কিন্তু মূল সমস্যাটা ব্যাটিংয়েই। যদি ব্যাটিংয়ের ধরন ও দৃষ্টিভঙ্গি না বদলায়, তাহলে পরাজয় মেনে নিতেই হবে।"

তবে, তিনি আফগানিস্তানের ব্যাটিংয়ের প্রশংসা করেন, বিশেষ করে ওপেনার ইব্রাহিম জাদরানের ইনিংসের কথা উল্লেখ করে বলেন, "জাদরান ধৈর্য ধরে খেলেছে, সময় বুঝে বড় শট নিয়েছে এবং দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে।"