সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৫২ পিএম
বাংলাদেশ দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস দেশের হয়ে সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ ফিফটির মালিক হয়েছেন। তিনি এই কীর্তি গড়েন আজ সিলেটে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে। এই ম্যাচে তিনি ক্যারিয়ারের ১৪তম ফিফটি করে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান। সাকিব তার ১২৯ ম্যাচের ক্যারিয়ারে ১৩টি ফিফটি করেছিলেন, সেখানে লিটন মাত্র ১১০ ম্যাচ খেলেই এই রেকর্ড গড়লেন।
লিটন দাসের এই ফিফটি ছিল বেশ দর্শনীয়। ৪৫ রানে থাকা অবস্থায় তিনি ড্যানিয়াল ডোরামকে স্লগ সুইপে একটি দারুণ ছক্কা হাঁকিয়ে ৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। শুধু ফিফটি করার সময়ই নয়, ম্যাচের শুরু থেকেই লিটন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছিলেন। ইনিংসের তৃতীয় ওভারে ডোরামের অফস্পিন থেকে ২২ রান নিয়েই তিনি তার ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লিটনের ব্যাটিং ঝড় চলছিল এবং তিনি ৫২ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি ৫টি চার এবং ৩টি ছক্কায় সাজানো। দলের রান তখন ২ উইকেটে ৮২ রান ছিল, ৯ ওভার শেষে। লিটনকে তখন সঙ্গ দিচ্ছিলেন ৫ রান করা শামীম হোসেন পাটোয়ারী।