বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ: হামজাকে ছাড়াই খেলবে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:২৮ এএম

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ: হামজাকে ছাড়াই খেলবে বাংলাদেশ

ছবি - সংগৃহীত

নেপালের বিপক্ষে আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে থাকছেন না তারকা ফুটবলার হামজা চৌধুরী। সম্প্রতি ক্লাব লেস্টার সিটিতে অনুশীলনের সময় চোট পাওয়ায় তাকে ছাড়তে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। তাই তাকে ছাড়াই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী শনিবার প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর তিন দিন পর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও মুখোমুখি হবে দু'দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে দলে পেতে লেস্টার সিটির সঙ্গে লাগাতার যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। কিন্তু গত শনিবার বার্মিংহ্যামের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান হামজা। তাই এ মুহূর্তে ইংলিশ ক্লাবটি তাকে ছাড়তে রাজি নয় বলে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান। তিনি জানান, "হামজাকে পেতে আমরা চেষ্টা করেছিলাম। তার এজেন্টের মাধ্যমে লেস্টার সিটিকে জানানো হয়। কিন্তু সবশেষ ম্যাচে হামজা চোটে পড়ায় এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেস্টার সিটি।"

এদিকে, ফয়সাল আহমেদ ফাহিমকে নিয়েও কিছুটা দুশ্চিন্তা ছিল। পুলিশ এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এই ফরোয়ার্ডও চোট পেয়েছিলেন। তবে দলের ম্যানেজার জানিয়েছেন, ফাহিম দলের সঙ্গী হচ্ছেন। তিনি বলেন, "ফাহিমের চোট নিয়ে কিছুটা চিন্তা আছে, সে পর্যবেক্ষণে আছে। তবে দলের সঙ্গে সে নেপাল যাবে। যদি ফিট থাকে তবে নেপালের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে।" বাংলাদেশ ফুটবল দল আজ বুধবার নেপালের উদ্দেশ্যে রওনা হবে।