শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
গউসের ব্যাটে জয় পেল ফ্যালকনস

গউসের ব্যাটে শেষ বলের নাটকীয় জয় পেল ফ্যালকনস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:২০ পিএম

গউসের ব্যাটে শেষ বলের নাটকীয় জয় পেল ফ্যালকনস

ছবি - সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শেষ বলে ৪ উইকেটের জয় পেয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। রয়্যালসদের জয়ের ধারাবাহিকতা ভাঙতে না পারার ব্যর্থতা অব্যাহত রয়েছে। এই জয়ে ফ্যালকনস ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে, ৬ ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি রয়্যালস।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বার্বাডোজ রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন ব্র্যান্ডন কিং, যিনি ৬৫ বলে ৯৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। জবাবে, ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অ্যান্টিগা। এক পর্যায়ে ৪ উইকেটে ৮৬ রান নিয়ে চাপে পড়ে যায় তারা।

তবে দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ওপেনার আন্দ্রেস গউস। দলের হয়ে ৫৩ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসটি ৫টি চার এবং ৪টি ছক্কায় সাজানো ছিল। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান দরকার ছিল, যা শেষ বলে ২ রান নিয়ে নিশ্চিত করেন শামার স্প্রিঙ্গার। এই ম্যাচে ফ্যালকনসের হয়ে ভালো করতে পারেননি সাকিব আল হাসান, তিনি ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এবং ব্যাট হাতে ১৫ বলে ১৫ রান করেন।