শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ফিফার কড়া শাস্তি: এনজোর নিষেধাজ্ঞা বাড়ল

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:১০ এএম

ফিফার কড়া শাস্তি: এনজোর নিষেধাজ্ঞা বাড়ল

ছবি - সংগৃহীত

ফুটবলে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রতি এমন আচরণের দায়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ মোট ৬টি দেশকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। এই দেশগুলো হলো— আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, জুনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে এই দেশগুলোর সমর্থকরা বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করেছে। শাস্তিপ্রাপ্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা) জরিমানা হয়েছে আলবেনিয়ার। ফিফার মতে, ৭ জুন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচে প্রতিপক্ষের জাতীয় সঙ্গীত চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, যা খেলার নীতির পরিপন্থী।

এদিকে, ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৈষম্য ও বর্ণবাদী আচরণের জন্য আর্জেন্টিনাকে ১ লাখ ৪৯ হাজার ডলার (১ কোটি ৮১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। ওই ম্যাচে কড়া ট্যাকল করায় লাল কার্ড দেখেছিলেন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ। ফিফা তার দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি ৬ হাজার ২০০ ডলার (সাড়ে ৭ লাখ টাকা) জরিমানাও করেছে।

অন্যান্য দেশগুলোর মধ্যে চিলিকে ১ লাখ ৪৩ হাজার ডলার, কলম্বিয়াকে ৮৭ হাজার ডলার, সার্বিয়াকে ৬২ হাজার ডলার এবং বসনিয়া-হার্জেগোভিনাকে ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফিফা এসব সদস্য দেশকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে একটি 'প্রতিরোধ পরিকল্পনা' প্রণয়নেরও আহ্বান জানিয়েছে।