জুলাই ২৪, ২০২৫, ০৬:৪৭ পিএম
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে আগামী ৭২ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাতের প্রভাবে সংশ্লিষ্ট বিভাগগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হওয়ার পাশাপাশি পাঁচটি জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে। সেইসঙ্গে ভারি বর্ষণের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়ার পরিভাষায়, গত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের কম বৃষ্টিপাতকে ভারি বর্ষণ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বর্ষণ বলা হয়।
আপনার মতামত লিখুন: