সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:১৭ পিএম
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় নিহত হেফাজতে ইসলামের কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) 'শাপলা স্মৃতি সংসদ'-এর পক্ষ থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন নিশ্চিত করেছেন যে, যেসব শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন, তাদের এই অর্থ প্রদান করা হবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক পরিবারকে মাসিক ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে, তবে এই পরিমাণ কমবেশি হতে পারে। এই কার্যক্রমের উদ্বোধন হয় শুক্রবার বিকেলে হলি উম্মাহ সেমিনার কক্ষে।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ব্লগারদের বিরুদ্ধে ইসলাম অবমাননা এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ঢাকার শাপলা চত্বরে এক বিশাল সমাবেশ করে। গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। হেফাজতে ইসলাম দাবি করে, ওই অভিযানে অসংখ্য মানুষ নিহত হয়েছেন। চলতি বছরের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ ৯৩ জন নিহত কর্মীর একটি খসড়া তালিকা প্রকাশ করেছে এবং জানিয়েছে যে যাচাই-বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে।