শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৪৪ পিএম

জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের জানাজা সম্পন্ন

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানাজায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “হঠাৎ করে একজন সহকর্মীর মৃত্যু আমাদের মাঝে চরম শোকের বার্তা নিয়ে এসেছে। এটা কোনোভাবেই কাম্য নয়।” তিনি তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, আজ সকালে জাকসু নির্বাচনের ভোট গণনার জন্য তিনি সিনেট ভবনে নির্বাচন কমিশনের অফিসে যান। রুমে প্রবেশের সময় গেটে তিনি হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়।