বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস: সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৩, ২০২৫, ১২:৫৯ পিএম

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস: সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

ছবি- সংগৃহীত

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ আগস্ট) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.-এর বেশি) বৃষ্টি হতে পারে।

এদিকে, দেশের সামগ্রিক আবহাওয়ার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টির কারণে সারাদেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।