মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

চার বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস, দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০৭:৫৩ পিএম

চার বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস, দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

ছবি- সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারী বর্ষণের পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কাও রয়েছে। আবহাওয়ার এই পূর্বাভাসটি দেশের জাতীয় জীবনযাত্রায় প্রভাব ফেলবে।

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৫৪ মিলিমিটার। শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। এদিন ঢাকায় সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।