সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:১৬ এএম
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। এই দূষিত বাতাসের কারণে ঢাকা সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ১৪০ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ দূষিত শহরের তালিকায় অবস্থান করছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করেছে। এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৯টার দিকে ১৮০ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে কাতারের রাজধানী দোহা, ১৪৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আজারবাইজানের বাকু এবং ১৩৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয় বা মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়।
বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও গর্ভবতীদের জন্য এটি খুবই ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে বায়ুদূষণের প্রধান উৎসগুলো হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।