আগস্ট ১৭, ২০২৫, ০২:০০ পিএম
গাজীপুর মহানগরীর হায়দারাবাদ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে শুরু হওয়া এই আগুনে চারটি গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় সারাদেশ-এ উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১২টার দিকে ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদামে প্রথম আগুন লাগে। দ্রুতই আগুন পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে আগুনের ব্যাপকতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। গুদামের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, "আমাদের প্রধান লক্ষ্য ছিল আগুন যেন আশপাশের বাড়িঘর এবং অন্যান্য গুদামে ছড়িয়ে না পড়ে।"
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।