মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

চরমোনাই পীর: পিআর নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১১:১২ পিএম

চরমোনাই পীর: পিআর নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না

ছবি- সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে 'প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন' বা পিআর নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পিআর নির্বাচন ব্যবস্থার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, এই পদ্ধতির মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয় না এবং প্রতিটি ভোটারের অধিকার নিশ্চিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, 'পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন করে। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না।' শুক্রবার (৮ আগস্ট) সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, পিআরবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা একটি দল সংবিধানকে নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারে। কিন্তু পিআর নির্বাচন হলে প্রতিটি দলের প্রতিনিধি সংসদে জায়গা পায়, ফলে এই ধরনের সুযোগ থাকে না। তিনি বলেন, 'আমরা ৫৩ বছর ধরে যে নির্বাচন দেখেছি, তাতে দিনের ভোট রাতের বাক্সে চলে যায়, কালো টাকা ও পেশিশক্তির কারণে ভালো মানুষরা নির্বাচিত হতে পারে না।'

 তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে। তিনি দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, 'আমরা আর ভারতের দালাল হতে চাই না, আমেরিকার দালাল হতে চাই না। এ দেশ আমার আপনার।'

এ সময় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হাজী মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ সহ অন্যান্য স্থানীয় নেতারা।