আগস্ট ১৭, ২০২৫, ১২:০২ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইলিশ মাছের দাম উঠেছে ৬ হাজার টাকা। রোববার (১৭ আগস্ট) ভোরে পায়রা নদীতে জেলে নিরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। এরপর সকালে সুবিদখালী মৎস্য আড়তে নিলামে তোলা হলে সেটি উচ্চ মূল্যে বিক্রি হয়। এই ঘটনা সারাদেশ-এ ইলিশের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রবণতাকে আবারও সামনে নিয়ে এসেছে।
জানা গেছে, মাছটির ওজন ছিল ১ কেজি ৮২০ গ্রাম। এটি নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। সুবিদখালী মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু জানান, এত বড় ইলিশ এই বাজারে খুব কমই পাওয়া যায়। মাছটি জাকির হোসেন নামের একজন ব্যবসায়ী ৬ হাজার টাকা দিয়ে কিনেছেন।
মাছটির ক্রেতা জাকির হোসেন বলেন, “এত বড় ইলিশ এখন খুব কম পাওয়া যায়। আশা করছি, ভালো দামে বিক্রি করে লাভ করতে পারব।”
তবে এই উচ্চ মূল্য নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। স্থানীয় ক্রেতা আসলাম হোসেন আক্ষেপ করে বলেন, "৩ হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে অসম্ভব। আগে মাসে একবার হলেও বড় ইলিশ ঘরে নিয়ে যেতাম, এখন আর সেটা সম্ভব নয়।"
মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, এই ধরনের বড় ইলিশ সাধারণত গভীর সমুদ্রে বেশি থাকে এবং এটি মাছ ধরার নিষেধাজ্ঞার সুফল। তিনি আরও বলেন, ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, পানির প্রবাহ কমে যাওয়া, অবৈধ জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের কারণে বড় ইলিশের সংখ্যা দিন দিন কমছে। বড় ইলিশে ফ্যাট, ওমেগা-৩ এবং ভিটামিন বেশি থাকায় এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।