আগস্ট ১৭, ২০২৫, ০৪:৫০ পিএম
দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এই আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম ইতিমধ্যে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। এটি সারাদেশ-এর সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির খবর।
হিলি স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, চলতি বছরের ৩ মার্চের পর এই প্রথম ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলো। দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, সরকার ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫০ টন পেঁয়াজ আমদানির জন্য অনুমতি দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো রোববার থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে।
পেঁয়াজ আমদানির এই উদ্যোগের ফলে আশা করা হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম দ্রুতই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।