মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

আর্থিক দুর্নীতি: বগা ফেরিঘাটের ইজারা বাতিল বহাল

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ০৬:৪৬ পিএম

আর্থিক দুর্নীতি: বগা ফেরিঘাটের ইজারা বাতিল বহাল

ছবি- সংগৃহীত

সরকারি নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে পটুয়াখালীর বগা ফেরিঘাটের ইজারাদার শিবু লাল দাসের নেওয়া ইজারা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। ফলে এখন থেকে ফেরিঘাটটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিয়ন্ত্রণে থাকবে এবং যাত্রী ও যানবাহন সরকারি নির্ধারিত টোলে পারাপার হতে পারবে।

২০২৩ সালের ২৬ জুন বগা ফেরিঘাটের ইজারা নেন শিবু লাল দাস। তবে তিনি বাস ও মিনি ট্রাক পারাপারের জন্য সরকারি ভাড়ার চেয়ে অনেক বেশি টোল আদায় করতেন। সরকারি ভাড়া ৪০ থেকে ৪৫ টাকা হলেও তিনি ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত আদায় করতেন। এই অনিয়মের বিরুদ্ধে মুহাম্মাদ জাকির হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ করলে তদন্তে তার প্রমাণ পাওয়া যায়। এরপর চলতি বছরের ১৭ জুলাই ইজারা বাতিল করা হয় এবং ২৪ জুলাই ফেরিঘাটটি সওজের কাছে হস্তান্তর করা হয়।

ইজারা বাতিলের পর ইজারাদার শিবু লাল দাস হাইকোর্টে রিট করলে আদালত একটি রুল জারি করে তিন মাসের জন্য ইজারা বাতিলের আদেশ স্থগিত করেন। তবে রাষ্ট্রপক্ষ আপিল করলে রবিবার চেম্বার জজ আদালতের বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন।

রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। তিনি বলেন, জনস্বার্থে আদালতে বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এই আদেশের ফলে সাধারণ মানুষ এখন উপকৃত হবেন