মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

কুলাউড়ায় আহত জুলাইযোদ্ধাদের উপহার দিল ফাউন্ডেশন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৫, ২০২৫, ১১:৪০ পিএম

কুলাউড়ায় আহত জুলাইযোদ্ধাদের উপহার দিল ফাউন্ডেশন

ছবি- সংগৃহীত

গণ-অভ্যুত্থানে আহতদের প্রতি সম্মান

 

মৌলভীবাজারের কুলাউড়ায় গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গেজেটভুক্ত ২৮ জন আহত যোদ্ধার হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ২৬ জন আহত যোদ্ধা উপহার গ্রহণ করেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল পতাকা, ক্যালেন্ডার, গেঞ্জি, টুপি, ঘড়ি, ক্রেস্ট, ব্যাজ, উত্তরীয়, শ্রদ্ধা কার্ড এবং পাটের ব্যাগ। এই উদ্যোগটি আহতদের প্রতি সমাজের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে আহত যোদ্ধাদের পাশে দাঁড়ান।

অনুষ্ঠানে শিল্পী জামিল আহমেদ জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা আহত যোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।