শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখবে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:২৯ পিএম

৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখবে বাংলাদেশ

ছবি - সংগৃহীত

আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশের মানুষও এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।

চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। এটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে। সম্পূর্ণ চন্দ্রগ্রহণটি ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকা থেকে পূর্ণাঙ্গভাবে দেখা যাবে। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

চন্দ্রগ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এই ধরনের ঘটনা বিজ্ঞানপ্রেমী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। ৭ সেপ্টেম্বরের এই চন্দ্রগ্রহণটি বিশেষ আকর্ষণীয় হতে চলেছে, কারণ এটি একটি পূর্ণগ্রাস গ্রহণ।