ফাহিম হোসেন রিজু
আগস্ট ২৩, ২০২৫, ০৩:৫৬ পিএম
ছবি- সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কপথে শৃঙ্খলা ফেরাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন ১২ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয় এবং সর্বমোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার পল্লীবিদ্যুৎ সমিতির সামনে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়। অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার এবং মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪টি, হেলমেট না পরায় ৭টি এবং রেজিস্ট্রেশন না থাকায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সড়ক আইন মেনে চলতে উৎসাহিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং ট্রাফিক পুলিশের টিএসআই আবুল কালাম আজাদ। তারা যানবাহনের বৈধ কাগজপত্র এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধানের বিষয়ে কঠোরভাবে নজরদারি করেন।