রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

ভিয়াইল ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশ আয়োজন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২৪, ১২:০০ এএম

ভিয়াইল ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশ আয়োজন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশের প্রধান অতিথি ছিলেন দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন মোল্লা।
 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আফতাব উদ্দিন মোল্লা বলেন, “উপজেলার উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নত করতে আমি সবসময় চেষ্টা করেছি। এই অঞ্চলের সবার সমর্থন এবং ভালোবাসাই আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।”



 
ভিয়াইল ইউনিয়ন আয়োজিত এই সুধী সমাবেশে এলাকার সুধীজন, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এই আয়োজনকে এলাকার সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামির স্থানীয় নেতারা এ সমাবেশে অংশগ্রহণ করেন এবং এলাকার উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ধর্মীয় ঐক্যের উপর জোর দেন। তাদের বক্তব্যে দেশের সামগ্রিক অগ্রগতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়।