রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

জুন ৩, ২০২৫, ১২:০০ এএম

ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বন্ধের সময়সূচি
বন্ধের তারিখ: ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) ২০২৫
কার্যক্রম পুনরায় শুরু: ১৫ জুন (রবিবার) ২০২৫

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন ইনচার্জ আরিফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বন্দরের কার্যক্রম বন্ধ থাকার সময় ব্যবসায়ীরা তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখবেন। তবে ঈদের পর পুনরায় কার্যক্রম শুরু হলে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।

হিলি স্থলবন্দর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশ-ভারত সীমান্তে একটি গুরুত্বপূর্ণ বন্দর, যা দিয়ে বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। এই বন্দরটি ১৯৭২ সালে চালু হয় এবং বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ কাস্টমস স্টেশন হিসেবে কাজ করছে।