মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

জীবন মহলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

মোঃমোমিনুল ইসলাম

আগস্ট ৩১, ২০২৫, ১২:৪০ পিএম

জীবন মহলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল থানায় অবস্থিত জীবন মহল পার্ক ও জীবনিয়া দরবারে 'অসামাজিক কার্যকলাপ' এবং 'ইসলাম বিরোধী কর্মকাণ্ড' চলার অভিযোগ নিয়ে আজ রবিবার (৩১ আগস্ট) সকালে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে তৌহিদী জনতা। লিখিত বক্তব্যে তারা দাবি করেন, এই পার্ক ও দরবারে সাধারণ মানুষকে ঈমানহারা করা হচ্ছে এবং 'হোয়াইট হাউস' নামে একটি আবাসিক পতিতালয়ও পরিচালিত হচ্ছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৬ আগস্ট পুলিশ ও ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় নারী-পুরুষকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এতে একজন ম্যানেজারকে জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এই ঘটনার পর ইসলামপ্রিয় তৌহিদী জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট তারা একটি প্রতিবাদ মিছিল করে এবং ২৮ আগস্ট প্রশাসনের অনুমতি নিয়ে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিরলের কাঞ্চন মোড়ে আয়োজিত সেই সমাবেশে জীবন মহলের ভাড়া করা গুন্ডাবাহিনী অতর্কিত হামলা করে। তৌহিদী জনতা প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। এসময় সন্ত্রাসী বাহিনীর কিছু লোক, যারা আগে বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়েছিলেন, প্রতিশোধস্বরূপ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তৌহিদী জনতা স্পষ্ট করে বলেছে যে, এই ভাঙচুর বা অগ্নিসংযোগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

তারা কিছু মিডিয়াকে হলুদ সাংবাদিকতা থেকে বিরত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে তৌহিদী জনতা কয়েকটি দাবি পেশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • তারা সুস্থ বিনোদনের পক্ষে এবং জীবন মহল পার্কের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই।

  • মসজিদের আগুন দেওয়ার সংবাদকে মিথ্যা বলে দাবি করা হয়েছে।

  • হোয়াইট হাউস নামে আবাসিক পতিতালয় ও দরবারের নামে ধোঁকাবাজি চিরতরে বন্ধ করতে হবে।

  • তারা জীবন মহলের স্বত্বাধিকারীর গ্রেফতার দাবি করেন।

এ সময় তৌহিদী জনতার কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।