মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃমোমিনুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৫, ০৬:০৮ পিএম

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি-দিনাজপুর টিভি

দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার লক্ষ্যে দিনাজপুর শহর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেলা স্কুলের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় পাঁচশ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সোয়াইবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মশিউর রহমান, হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক, শহর ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমান এবং সেক্রেটারি মাসুদ রানা সহ অন্যান্যরা।