অলিউর রহমান মিরাজ
সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:৪০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জে “পৃথিবীর সবচেয়ে মনোবিজ্ঞানী হচ্ছেন মা, যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে নেন” এই স্লোগানকে সামনে রেখে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নবাবগঞ্জ হাইস্কুল মাঠ সংলগ্ন মেধা প্লাস কোচিং সেন্টারে এই আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক লেখাপড়া, নৈতিকতা ও শিক্ষার গুণগত মান বাড়ানো।
বিকাল থেকে চলা এই অনুষ্ঠানে দেড় শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা মানসম্মত শিক্ষার প্রসারে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, "শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বচ্ছতা এবং বিশ্বাস গড়ে তোলা জরুরি। আমরা শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছি।"
অনুষ্ঠানে মেধা প্লাস কোচিং সেন্টারের পরিচালক সন্তোষ রায়, একাডেমিক ইনচার্জ উৎপল সরকার এবং সিনিয়র শিক্ষক মাসুদ রানাসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।