মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ফরম পূরণের ফি কমানোর দাবিতে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ মোমিনুল ইসলাম

সেপ্টেম্বর ১, ২০২৫, ০১:৩০ পিএম

ফরম পূরণের ফি কমানোর দাবিতে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি- সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে অনার্স দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত ফি তাদের জন্য চরম আর্থিক চাপ সৃষ্টি করছে, যা শিক্ষা গ্রহণের পথে একটি বড় বাধা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা সাতটি প্রধান দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:

  • পূর্ববর্তী ফি কাঠামো পুনর্বহাল।

  • ইনকোর্স ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ।

  • বোর্ড চ্যালেঞ্জ ফি ৩৫০ টাকায় নির্ধারণ।

  • আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান বা সহায়তা প্রদান।

  • সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ।

  • C প্রোমোটেড ফি ১০০০ টাকায় পুনঃনির্ধারণ।

  • ৬০% ক্লাস উপস্থিতির শর্ত পূরণে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা।

শিক্ষার্থীরা মনে করেন, এসব দাবির বাস্তবায়ন হলে তারা আর্থিক চাপমুক্ত হয়ে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। স্মারকলিপিতে আরও বলা হয়, উপাচার্যের প্রজ্ঞা ও সহানুভূতির মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মিম ইসলাম (আহ্বায়ক), শাহরিয়ার সজল, হৃদয় আহমেদ, তুষার আহমেদ, অয়ন আহমেদ সহ অনার্স দ্বিতীয় বর্ষের অন্যান্য শিক্ষার্থীরা।