জুলাই ২৬, ২০২৫, ০২:৩২ পিএম
চলতি বর্ষা মৌসুমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনিয়মিত ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সবজির দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই দাম বৃদ্ধির ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা দৈনন্দিন বাজার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর সবজির সরবরাহ থাকলেও দামের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মুখে হাসি নেই। অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পাইকারি বাজারে সরবরাহ কম, বৃষ্টিপাতের কারণে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়া এবং ক্ষেত নষ্ট হয়ে যাওয়াসহ একাধিক কারণকে এই দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন খুচরা বিক্রেতারা। একই সঙ্গে, আসন্ন বৃষ্টিতে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার ও আশপাশের বাজারগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। সবজির দাম শুনে অনেকেই হতাশ হচ্ছেন এবং পরিমাণে কম কিনছেন।
বাজারের চিত্র তুলে ধরে দেখা যায়, অসময়ের টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। এক মাস আগেও এর দাম ছিল ৮০-৯০ টাকার মধ্যে। গাজর প্রতি কেজি ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা ও ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া, কচুর লতি, পটল ও লম্বা বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি ফালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
ষাটোর্ধ্ব সবজি বিক্রেতা কাশেম মিয়া বলেন, "দাম বাড়লে আমাদের লাভ বাড়ে না, বরং বিক্রি কমে যায়। মানুষ দামাদামি করে, অনেকে আবার না কিনেই চলে যায়।" তিনি জানান, গত ১৫ দিনের তুলনায় প্রায় সব সবজির দামই ৫ থেকে ১০ টাকা করে বেড়েছে। তিনি আরও বলেন, “বৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়েছে এবং পরিবহনও ঠিকমতো চলে না। তাই বাজারে কিছু সবজি কম আসছে।” তবে কিছুটা স্বস্তি এনেছে কাঁচামরিচের দাম, যা কিছুদিন আগে ২৪০ টাকা কেজি হলেও এখন তা ১৬০ টাকায় নেমে এসেছে।
রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা গৃহিণী লায়লা বেগম তার হতাশা প্রকাশ করে বলেন, "আমরা কম আয়ের মানুষ। বাজারে গিয়ে দাম শুনে হতাশ হতে হয়। ৭০-৮০ টাকা কেজি দরে সবজি কিনে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।"
এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারির পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।
আপনার মতামত লিখুন: