শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নৌ পরিবহনচট্টগ্রাম বন্দরে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে : নৌ পরিবহন উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৫, ০৭:৩৭ পিএম

নৌ পরিবহনচট্টগ্রাম বন্দরে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে : নৌ পরিবহন উপদেষ্টা

ছবি- সংগৃহীত

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তঃমন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই ট্যারিফ বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে ট্যারিফ বৃদ্ধির এই ঘোষণা দেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, "১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হলো। এর ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে, তবে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানিতে খরচ বাড়বে।"

উপদেষ্টা আরও বলেন, "সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে চায়। এই বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে পরিচালনার ভার দিতে হবে।" এ নিয়ে কোনো ধরনের 'প্রোপাগান্ডা' না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, "বিদেশিদের হাতে বন্দরের পরিচালনা দেওয়া হলেও, বন্দরের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে।" তিনি উদাহরণ দিয়ে জানান, গত ৭ জুলাই সাইপাওয়ার টেক থেকে নিয়ে বন্দরের এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হয়।

এরপর নিউমুরিং কনটেইনার টার্মিনালে কনটেইনার হ্যান্ডেলিং প্রায় ১৩ শতাংশ বেড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিদিন গড়ে ৩ হাজার ২০০ একক কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে।