সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৩৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে ইসলামী ছাত্রশিবির রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, “৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে, এবং ঢাবির শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করেছে।” তিনি জাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের টালবাহানার সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে ভোট গণনা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি হুঁশিয়ারি দেন, “যদি গণতান্ত্রিক মতামত উপেক্ষা করা হয়, তাহলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না।” সিবগাতুল্লাহ পার্শ্ববর্তী রাষ্ট্রকে বাংলাদেশের রাজনীতিতে নাক গলানো বন্ধ করারও আহ্বান জানান।
তিনি অনতিবিলম্বে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা থেকে মুক্তি দেওয়ার দাবি জানান। তিনি আরও বলেন, “অন্যথায় শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে ছাড়বে।”
এদিকে, জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনার জন্য লোকবলের সীমাবদ্ধতা থাকায় ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। তিনি বলেন, “আজ পুরো রাত লেগে যেতে পারে, তবে আমরা লোকবল বাড়িয়ে রাতের মধ্যেই ফল দেওয়ার চেষ্টা করছি।” ফল ঘোষণা নিয়ে শিবির সমর্থিতসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছেন।