সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:১৩ পিএম
ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা মহাসড়কে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিটাক ভবনের মাঠে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলাকালে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের এক সিনিয়র শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করে। এই খবর ছড়িয়ে পড়লে দুই বিভাগের শিক্ষার্থীরা সংঘাতে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের পর দুই বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, "দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল শনিবার উভয় পক্ষকে নিয়ে বসব।"
অন্যদিকে, এই ঘটনায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কোনো শিক্ষার্থী মন্তব্য করতে রাজি হননি।