শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনের ফল না দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিবিরের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:১২ পিএম

জাকসু নির্বাচনের ফল না দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিবিরের

ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণা না হলে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে কঠোর পদক্ষেপ নেবেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তার পোস্টে, তিনি অভিযোগ করেন যে জাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র এখনো চলমান। তিনি বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন পক্ষপাতমূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না।” ভোট গণনার ধীরগতির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না।

শিবির সভাপতি স্পষ্ট করে বলেন, “দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের ভিত্তিতে ফল ঘোষণা করতে হবে। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে।” তিনি আরও সতর্ক করেন যে অন্তর্বর্তীকালীন সরকারও এই দায় এড়াতে পারবে না। জাহিদুল ইসলাম তার পোস্টে লেখেন, “জাবির শিক্ষার্থীরা জুলাইয়ের মতো করে তাদের অধিকার আদায় করে নিবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময় আগে, কিন্তু এখনো ভোট গণনা শেষ হয়নি। নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার জন্য একাধিকবার সময় নির্ধারণ করেও তা করতে ব্যর্থ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।